ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাবি থেকে ছাত্রীকে অপহরণ

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবি থেকে ছাত্রীকে অপহরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হলের সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে তার সাবেক স্বামীসহ অন্যরা।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। অপহৃত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকায়।

ঘটনাস্থলে উপস্থিত তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সকালে ওই ছাত্রী ও তার তিন সহপাঠী স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়ার উদ্দেশে হল থেকে বের হন। এ সময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে সাদা মাইক্রোবাসে থাকা তার সাবেক স্বামীসহ ৫-৬ জন যুবক তার পথরোধ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। অভিযুক্ত তার সাবেক স্বামী সোহেল রানা পেশায় আইনজীবী। সোহেলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে।

ওই ছাত্রীর রুমমেট জানান, সোহল রানার সঙ্গে তার ডিসেম্বরে বিয়ে হয়। সোহেল তাকে যৌতুকের জন্য চাপ দিতেন। সোহেলের সঙ্গে গত অক্টোবর মাসের ১০ তারিখ তালাক হয়। তালাকের দুই মাস চলছে। তিন মাস হলে তালাক কার্যকর হয়ে যায়। আগামী মাসের ১০ তারিখ তালাক কার্যকর হবে। তবে সোহেল চাচ্ছে যাতে তালাক না হয়। এ জন্য সোহেল তাকে ফোনে প্রায়ই বিরক্ত করতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাবকে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানতে পেরেছেন, তার তালাকপ্রাপ্ত স্বামী তাকে তুলে নিয়ে গেছে। সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে দেখেছেন, গাড়িটি মেইন গেট, কাজলা গেট  বা বিনোদপুর গেট দিয়ে বের হয়নি। চারুকলা দিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মেয়ের বাবা এসেছেন। মামলার বিষয়টি তিনিই দেখবেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘‘তাকে তার তালাকপ্রাপ্ত স্বামী তুলে নিয়ে গেছে বলে শুনেছি। তবে এখনো ওই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। আমরা সব জায়গায় মেসেজ দিয়েছি, খোঁজ চলছে।’’

তিনি বলেন, ‘‘ওই ছাত্রীর পরিবারের লোকজন থানায় এসেছেন। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’



রাইজিংবিডি/রাবি/১৭ নভেম্বর ২০১৭/মেহেদী হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়