ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভবদহে জলাবদ্ধতার নিরসন দাবিতে পদযাত্রা শেষ

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভবদহে জলাবদ্ধতার নিরসন দাবিতে পদযাত্রা শেষ

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের ভবদহ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে পাঁচ দফা দাবিতে চার দিনব্যাপী পদযাত্রা শেষ হয়েছে।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি আজ রোববার দুপুরে যশোর শহরের চাচড়া মোডের সামনে থেকে পদযাত্রা শুরু করে।

পদযাত্রাটি শনিবার মণিরামপুর উপজেলার সুন্দলী ইউনিয়নে অবস্থান করে রাতে যশোর শহরতলীর চাচড়া মোড়ে পৌঁছায়। সেখানে রাত্রি যাপন শেষে সকালে শহরে এসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার মাধ্যমে শেষ হয়।

পদযাত্রায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বক্তব্যে বলেন, আগামী ২২ তারিখে ঢাকার শাহবাগে মিলিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

গত ১৬ নভেম্বর ভবদহ স্লুইস গেট থেকে চার দিনব্যাপী পদযাত্রা শুরু হয়।



রাইজিংবিডি/যশোর/১৯ নভেম্বর ২০১৭/বি এম ফারুক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়