ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গ্রেপ্তার

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৫, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি : নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক রঞ্জুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধির নবদ্বীপুর মহল্লার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রঞ্জু ধানবান্ধি মহল্লার মঞ্জুরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের প্রাক্তন সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রঞ্জুর বিরুদ্ধে নাশকতা-ভাঙচুর, সরকারি কাজে বাঁধাদানসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে মিথ্যা মামলায় ছাত্রদল নেতা রঞ্জুকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২১ নভেম্বর ২০১৭/অদিত্য রাসেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়