ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাড়ে তিন টন জাটকা উদ্ধার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়ে তিন টন জাটকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডিপ সি ঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে সাড়ে তিন টন জাটকা ইলিশ উদ্ধার করেছে সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

বুধবার সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা এই বিপুল পরিমাণ জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ জহিরুল হক রাইজিংবিডিকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে কর্ণফুলী নদীর সমুদ্রের মোহনা সংলগ্ন ডিপ সি ঘাট এলাকায় মাছ ধরার ট্রলার থেকে জাটকা ইলিশ খালাস করার সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় সাড়ে তিন টন জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জাটকা ইলিশ চট্টগ্রামের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ নভেম্বর ২০১৭/মো. রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়