ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘জঙ্গিদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই’

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জঙ্গিদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই’

গোপালগঞ্জ প্রতিনিধি : র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, দেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। যে মাথা উঁচু করবে, তার মাথা ধ্বংস করে দেওয়া হবে।

আজ শনিবার বিকেলে গোপালগঞ্জে সুইমিংপুল ও জিমনেশিয়াম অডিটোরিয়ামে ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাথা হবে। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে শান্তিতে বিশ্বাস করে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো হামলার আশঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ইলেকশন কমিশন নিবার্চন পরিচালনা করবে। ইলেকশন কমিশনের দায়িত্ব পরিপালনে আমরা কাজ করব। তবে এই বিষয় নিয়ে এখনো কথা বলার পরিস্থিতি হয়নি।’’

তিনি বলেন, ‘‘জঙ্গিবাদের মতো অপকর্ম করে কেউ রেহাই পাবে না, পার পাবে না। জঙ্গিদের সামান্যতম কর্মকাণ্ড দেখলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’’ 

এর আগে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে ঢাকা জেলাকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গোপালগঞ্জ জেলা দল। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান থান উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২ ডিসেম্বর ২০১৭/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়