ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

সিলেট সংবাদদাতা : জেলার ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের পালবাড়ি এলাকার ২৩০ কেভি উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম ফেরদৌস জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।

কীভাবে ওই উপকেন্দ্রে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আগুনে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। ওই সাব স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করা হত।



রাইজিংবিডি/সিলেট/১১ ডিসেম্বর ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়