ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নারীদের মাঠে যাওয়া বন্ধ ঘোষণায় আটক ৩

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারীদের মাঠে যাওয়া বন্ধ ঘোষণায় আটক ৩

কুষ্টিয়া সংবাদদাতা : জেলার কুমারখালীতে নারীদের মাঠে যাওয়া বন্ধ ঘোষণার ঘটনায়  তিন জনকে আটক করা হয়েছে।

এরা হলেন- উপজেলার কল্যাণপুর মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি মতিউর রহমান ও ইমাম আবু মুসা।

মঙ্গলবার রাতে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) শাহীনুজ্জামান তাদের পুলিশে সোপর্দ করেন।

শাহীনুজ্জামান বলেন, কল্যাণপুর মসজিদ কমিটির সেক্রেটারি মতিউর রহমান ও ইমাম আবু মুসাকে গ্রাম পুলিশের মাধ্যমে রাতে আমার দপ্তরে ডেকে আনা হয়। পরে কুমারখালী থানার এসআই রাজিবকে ডেকে ওই দুইজনকে তার হাতে তুলে দেওয়া হয়। পরে মসজিদ কমিটির সভাপতিকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে কুমারখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ফসল নষ্ট ও অসামাজিক কার্যকলাপের অজুহাতে নারীদের মাঠে যেতে নিষেধ করা হয়। গত ৮ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর জামে মসজিদে নারীদের মাঠে যাওয়া বন্ধে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে মাইকিং করা হয়। এর পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় শ্রমিক, মহিলা শ্রমিক, মুসল্লি ও সামাজিক সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/১৩ ডিসেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়