ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর জনসভা সফলে প্রস্তুতির নির্দেশনা

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর জনসভা সফলে প্রস্তুতির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, যশোর : আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় শহরের সিসিটিএস মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা থেকে ব্যাপক লোকসমাগম ঘটনোর প্রস্তুতিসহ কর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন ও প্রধানমন্ত্রীর পিএস সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার জানান, প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজয়ের মাস ডিসেম্বরের শেষ দিন যশোরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন তিনি যশোর স্টেডিয়ামে জনসমাবেশে বক্তব্য রাখবেন। ১৯৭৩ সালে এই স্টেডিয়ামে যশোরবাসীর সামনে বক্তব্য রেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতিধন্য সেই স্টেডিয়ামে এবার জনসভা করবেন কন্যা শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর আসছেন এমন খবরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতোমধ্যে মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার লাগানো শুরু হয়েছে। বুধবারের প্রতিনিধি সভা থেকে ব্যাপক লোকসমাগম ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/যশোর/১৩ ডিসেম্বর ২০১৭/বিএম ফারুক/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়