ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভূমিমন্ত্রীর ছেলে তমালের জামিন নামঞ্জুর

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমিমন্ত্রীর ছেলে তমালের জামিন নামঞ্জুর

পাবনা প্রতিনিধি : পাবনায় সাংবাদিকদের মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বুধবার দুপুরে পাবনার আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমাল। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৯ নভেম্বর পাবনার রূপপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তমাল ও তার লোকজনের হামলায় আহত হন ‘সময় টিভি’র পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ‘এটিএন নিউজ’র প্রতিনিধি রিজভী জয়, ‘ডিবিসি নিউজ’র প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।

এ ঘটনায় গত ৩০ নভেম্বর তমালকে প্রধান আসামিসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়। হামলার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রেখেছেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।



রাইজিংবিডি/পাবনা/১৩ ডিসেম্বর ২০১৭/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়