ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জবিতে শীতকালীন ছুটি শুরু রোববার

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে শীতকালীন ছুটি শুরু রোববার

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতকালীন ছুটি আগামী ১৭ ডিসেম্বর রোববার থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রশাসনিকভাবে ১২ দিন ছুটি হলেও আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ছুটি পাচ্ছে ১৬ দিন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই দপ্তর থেকে জানা যায়, শীতকালীন ছুটি ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর রোববার থেকে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। প্রশাসনিকভাবে ১২ দিন বন্ধ থাকলেও আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ছুটি পাচ্ছে ১৬ দিন। এছাড়াও শীতকালীন ছুটি ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ২৪ ডিসেম্বর রোববার থেকে ২৮ ডিসেম্বর বৃহস্পতিার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ২৪ তারিখ পর্যন্ত খোলা থাকবে।

উল্লেখ্য, ছুটি শেষে সব ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর ৩১ ডিসেম্বর রোববার থেকে যথারীতি শুরু হবে।



রাইজিংবিডি/জবি/১৩ ডিসেম্বর ২০১৭/আশরাফুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়