ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাভার-আশুলিয়া মুক্ত দিবস

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভার-আশুলিয়া মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার উপকণ্ঠ সাভার-আশুলিয়া হানাদার মুক্ত হয়েছিল ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ।

একাত্তরের এইদিন সকালে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের তীব্র লড়াইয়ে পিছু হটে হানাদার বাহিনী। এই যুদ্ধে শহীদ হন কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতে, টাঙ্গাইল থেকে বিতাড়িত হওয়ার পর পাক হানাদার বাহিনী সাভারের আশুলিয়ায় ঘাঁটি নির্মাণ করে। ১৪ ডিসেম্বর আশুলিয়ার জিরাবো এলাকার ঘোষবাগ কাঠালবাগান এলাকায় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বাধীন দামাল ছেলেরা পাক হানাদারদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় মুক্তিযোদ্ধা ও হানাদার বাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধের এক পর্যায়ে সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার সময় পাকবাহিনীর গুলিতে নিহত হন কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো। এরপরেও যুদ্ধ চালিয়ে যান মুক্তিযোদ্ধারা। যুদ্ধে হানাদার বাহিনী পরাজিত হয়ে পিছু হটে।

পরে শহীদ টিটোকে সমাহিত করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায়।

সাভার-আশুলিয়া মুক্ত দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় শহীদ টিটোর সমাধিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও আশুলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



রাইজিংবিডি/সাভার/১৪ ডিসেম্বর ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/টিপু/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়