ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জন্য দোয়া করায় মাদ্রাসা অধ্যক্ষ আটক

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর হত্যাকারীদের জন্য দোয়া করায় মাদ্রাসা অধ্যক্ষ আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জন্য দোয়া করায় এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করছে গোপালপুর থানা পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার মুক্তিযোদ্ধা চত্ত্বরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে গোপালপুর পৌর এলাকার মুক্তিযোদ্ধা চত্ত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করার সময় গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফয়জুল আমিন মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ও তাদের জান্নাত কামনা করে মোনাজাত করেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের ও তাদের পরিবারের জান্নাত কামনা করে মোনাজাত করেন। এতে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে তার উপর হামলা করে। পরে খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপাল সার্কেল) আহাদুজ্জামান মিঞা জানান, আটক মাদ্রাসা অধ্যক্ষকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/শাহরিয়ার সিফাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়