ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালশ-অ্যামব্রোসকে ছাড়িয়ে অ্যান্ডারসন-ব্রড জুটি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ১৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালশ-অ্যামব্রোসকে ছাড়িয়ে অ্যান্ডারসন-ব্রড জুটি

ক্রীড়া ডেস্ক : স্টিভেন স্মিথ আর মিচেল মার্শদের ব্যাটিং দাপটের দিনেও সতীর্থ স্টুয়ার্ড ব্রডের সঙ্গে রেকর্ড গড়ছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দলের ফ্রন্ট-লাইন বোলারদের সঙ্গে খরুচে বোলিং করলেও তার ৪ উইকেটে আরও একটি রেকর্ড হয়েছে।

টেস্ট ইতিহাসের সবচেয়ে সফলতম ফাস্ট বোলিং জুটি এখন ইংল্যান্ডের অ্যান্ডারসন-ব্রড। 'ব্রডার্সন' জুটি ছাড়িয়ে গেলেন কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোস জুটিকে। অ্যান্ডারসন-ব্রড একসঙ্গে খেলে উইকেট নিয়েছেন ৭৬৫টি। যা ওয়ালশ-অ্যামব্রোস জুটির চেয়ে তিনটি বেশি। 

তবে ওয়ালশ-অ্যামব্রোস জুটির রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দিনে উইকেট নিয়ে কোনো ভূমিকা রাখতে পারেননি ব্রড। অ্যান্ডারসনের ৪ উইকেটে নতুন রেকর্ডের অংশীদার হলেন ব্রুড। অ্যাশেজে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৫ ওভার বোলিং করে ১৪২ রান খরচ করলেও কোনো উইকেট পাননি ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড। তবে ৩৭.৩ ওভার হাত ঘুরিয়ে শতরানের বেশি দিলেও ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে রেকর্ড গড়তে সাহায্য করেছেন জেমস অ্যান্ডারসন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়