ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘আমাদের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে’

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমাদের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থীর নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, তাদের পোলিং এজেন্টদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তাদের প্রার্থীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

রোববার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ফারুক, নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, আব্দুল খালেক, প্রার্থী কাওসার জামান বাবলা, রংপুর মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।

টুকু অভিযোগ করে বলেন, ‘‘নির্বাচনী আচরণবিধিতে শক্ত করে বলা আছে, কোনো লাইটিং প্রতীক থাকবে না। কিন্তু ক্যান্টনমেন্টের সামনে নৌকা প্রতীক লাইটিং দিয়ে শো করা হয়েছে। এভাবে লাঙ্গলেরও করা হয়েছে। তারা রাত ১১টা পর্যন্ত পথসভা-সমাবেশ করছে। আমাদের রাত ৮টার মধ্যেই থামিয়ে দেওয়া হচ্ছে।’’ 

তিনি বলেন, ‘‘তারা মঞ্চ বানিয়ে মাইক দিয়ে সভা সমাবেশ করছে। আর আমাদের প্রার্থীর পক্ষে চেয়ারটেবিল করা হলেই ম্যাজিস্ট্রেট হানা দিচ্ছে। জরিমানা করছে। এ সব কারণে শংকিত। ভোটাররাও শংকিত।’’ 

টুকু বলেন, ‘‘মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই আপনারা নিরপেক্ষ আচরণ করুন। অন্তত ভোটের দিন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করুন। এটলিস্ট এই ইলেকশনটি আপনারা ফেয়ার করুন। অতীতে যত নির্বাচন হয়েছে, সব ভোট ডাকাতি করে নেওয়া হয়েছে। আমরা নির্বাচনে থাকতে চাই। মাঠে থাকতে চাই। মাঠে থেকে লড়তে চাই।’’

আগামী ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৩টি ভোট কেন্দ্রের ১১২২টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে বিএনপির প্রার্থী মহানগর সভাপতি কাওছার জামান বাবলা।



রাইজিংবিডি/রংপুর/১৭ ডিসেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়