ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফরিদপুরে তাপমাত্রা ৭.০৬ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ১২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরে তাপমাত্রা ৭.০৬ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ সুরজুল আলম জানিয়েছেন, শুক্রবার ফরিদপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা কম থাকায় বিপর্যস্ত জনজীবন।

শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা জেলা। অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছেন।

দুপুরেও সড়কে মানুষের উপস্থিতি ছিল কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।

অপরদিকে দিনমজুর শ্রেণির মানুষেরা বিপদে রয়েছেন। কাজ না পেয়ে অনেকেই দীর্ঘসময় অপেক্ষা করে ফিরে যাচ্ছেন।

 

 

রাইজিংবিডি/ফরিদদুর/১২ জানুয়ারি ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়