ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ : সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে আজ রোববার । চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কারুশিল্প ফাউন্ডেশন এরই মধ্যে মেলার সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে ।

উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান।

এবারের মেলা ও উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চলের ৬০ জন কারুশিল্পী অংশ নেবেন। মেলার আকর্ষন বাড়াবে সিলেটের ও মুন্সিগঞ্জের শীতলপাটি, নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মুখোশ,  ঢাকার শাঁখাশিল্প ও মৃৎশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁওয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের কাঠের হাতি ঘোড়া পুতুল কাঠের কারুশিল্প, নকশি কাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, কুমিল্লার তামা-কাঁশা-পিতলের কারুশিল্প, রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প এবং সিলেটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কারুপণ্য।

এবারের মেলায় হস্তশিল্প, কারুশিল্প, স্টেশনারি, খাবার দোকানসহ মোট ১৮০টি স্টল বরাদ্ধ দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৪ জানুয়ারি ২০১৮/হাসান উল রাকিব/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়