ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রেড ক্রিসেন্টের নুরান হিংগসকে বাংলাদেশ ত্যাগের নির্দেশ

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেড ক্রিসেন্টের নুরান হিংগসকে বাংলাদেশ ত্যাগের নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের সঙ্গে কাজ পরিচালনাকারী রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধান অস্ট্রেলিয়ান নাগরিক নুরান হিংগসকে প্রত্যাহার করে আজ সোমবারের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৪ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (জাতিসংঘ-১) মো. শোয়েব আবদুল্লাহ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

সরকারি কর্মকর্তাদের হাসপাতালে প্রবেশে বাধা দেওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পত্রে জানানো হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, গত ১২ জানুয়ারি ঘুমধুম রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে আগুনে পুড়ে চার রোহিঙ্গার মৃত্যু হয়। ঘটনায় হতাহতদের ঘুমধুমস্থ রাবার বাগানসংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে তথ্য সংগ্রহে তিনি (উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা), নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে গেলে তাদেরে প্রবেশে বাধা দেন দায়িত্বরত ব্যক্তি। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানান তারা। জেলা প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে দেশত্যাগের এ নির্দেশ দেওয়া হয়।

ইউএনও নিকারুজ্জামান চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পে সকল এনজিও, আইএনজিওকে সরকারের নির্দেশনা মেনে কাজ করার অনুরোধ জানান।



রাইজিংবিডি/কক্সবাজার/১৫ জানুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়