ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকুরীজীবীদের সন্তানদের বৃত্তি ও শিক্ষাসহায়তার দরখাস্ত আহ্বান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকুরীজীবীদের সন্তানদের বৃত্তি ও শিক্ষাসহায়তার দরখাস্ত আহ্বান

সচিবালয় প্রতিবেদক : সরকারি চাকুরীজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষাসহায়তার দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড।

মঙ্গলবার কল্যাণ বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারী ব্যতীত) সন্তানদের শিক্ষাবৃত্তি, শিক্ষাসহায়তা এবং সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনকারীকে দরখাস্ত দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে URL: eservice.bkkb.gov.bd এর মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে () পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে দাখিলকৃত আবেদন বিবেচনার জন্য গৃহীত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়