ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘ঢাকা সিটি নির্বাচন দিয়ে শুভ সূচনা চেয়েছিলাম’

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঢাকা সিটি নির্বাচন দিয়ে শুভ সূচনা চেয়েছিলাম’

নোয়াখালী প্রতিনিধি : উচ্চ আদালতের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ হতাশ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘‘এটা নির্বাচনের বছর, আমরা চেয়েছিলাম এই নির্বাচন দিয়ে শুভ সূচনা করতে। কিন্তু আমাদের নিশ্চিত বিজয় আমরা পেলাম না।’’

বৃহস্পতিবার বিকেল ৩টায় নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী ও চৌরাস্তায় বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিক বিফ্রিংকালে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপির প্রার্থীর বদনাম আছে। তারা নির্বাচন নিয়ে শংকিত ছিল। এ জন্য বিএনপি ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে এখন উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর বদনাম নেই। আমরা ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম।’’

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘আপনারাই বলছেন- ঢাকা উত্তর সিটির নির্বাচন নিয়ে আদালতে রিটকারী বিএনপির লোক। কিন্তু তারা (বিএনপি) বলছে রিটকারী সরকারের দালাল। এটা তাদের নোংরা কথার বহিঃপ্রকাশ।’’

মন্ত্রী নোয়াখালীর খাল সংস্কার, সোনাপুর-জোরালগঞ্জ সড়ক, কুমিল্লা-নোয়াখালী ফোরলেন সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে নোয়াখালীর উন্নয়নে আরো প্রকল্প হাতে নেওয়া হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল প্রমুখ।



রাইজিংবিডি/নোয়াখালী/১৮ জানুয়ারি ২০১৮/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়