ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিংড়ি চাষে সংক্রামক প্রতিরোধে কর্মশালা

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিংড়ি চাষে সংক্রামক প্রতিরোধে কর্মশালা

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে চিংড়ি চাষে সংক্রামক রোগ-বালাই এর প্রাদুভাব ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর সাধুপানি উপকেন্দ্রের প্রধান এ এফ এম শফিকুজ্জোহা, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, মোসা. সাবরিনা খাতুন, মো. মতিউর রহমান, মৎস্য চাষি শেখ মোফাজ্জেল হোসেন, শেখ আবুল কালাম আসাদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, পৃথিবীর ৭০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয়। এখনো ইলিশ উৎপাদন বেড়েই চলেছে। এটা সম্ভব হচ্ছে সকলের সমন্বিত উদ্যোগের জন্য।

বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, চিংড়ি হ্যাচারির সমস্যা সমাধানের জন্য বিশেষ গবেষণা চলছে। শিগগিরই একটা সমাধান পাওয়া যাবে বলে তারা আশা করছেন।




রাইজিংবিডি/বাগেরহাট/১৯ জানুয়ারি ২০১৮/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়