ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেষ হলো চট্টগ্রামে জমজমাট বই পড়া কর্মসূচি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ হলো চট্টগ্রামে জমজমাট বই পড়া কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের জমজমাট বই পড়া কর্মসূচি।

শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানটিও ছিল নজরকাড়া। একসঙ্গে জ্বলে ওঠে হাজার হাজার মোমবাতি। কয়েক হাজার শিক্ষার্থীর হাতে প্রজ্জলিত মোমবাতির আলোর বন্যায় ভেসে যায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠ। সে এক অভূতপূর্ব দৃশ্য।

এই কর্মসূচিতে বই পড়ে পুরস্কার জিতেছেন নগরীর ৬ হাজার ৩৯২ জন শিক্ষার্থী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, গ্রামীণফোনের হেড অব ডিস্ট্রিবিউশন প্ল্যানিং অ্যান্ড সাপোর্ট কফিল উদ্দিন আহম্মেদ, ছড়াকার অরুন শীল, চট্টগ্রাম মহানগরের সংগঠক ও সহযোগী অধ্যাপক আলেক্স আলীম প্রমুখ।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা কেবল সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ হবে না। বই পড়ার মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। এজন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘ব্রিটিশরা যেভাবে বাঙালীদের চা খেতে শিখিয়েছিল, আমরাও সেভাবে সবার হাতে বই তুলে দিতে চাই। তোমরা বেশি বেশি করে বই পড়, আলোকিত হও। তোমরা আলোকিত হলেই বাংলাদেশ আলোকিত হবে।’

সবশেষে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে জ্বলে ওঠে কয়েক হাজার মোমবাতি। সমাপ্ত হয় কর্মসূচির।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ জানুয়ারি ২০১৮/রেজাউল করিম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়