ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দিতে পারেনি’

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দিতে পারেনি’

কুষ্টিয়া সংবাদদাতা : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আট বছর ধরে সহায়ক সরকারের রূপরেখা, সাংবিধানিক ব্যবস্থা বা স্থায়ী সমাধানের প্রস্তাব বিএনপি জাতির কাছে উত্থাপন করতে পারেনি।

আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে  মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ২০১০ সালে নির্বাচনের আগে বিএনপি যে কথা বলেছিল, ২০১৮ সালের শুরুতেও একই কথা বলছে। বরং বিএনপি জাতীয় নির্বাচনের আগে সহায়ক সরকারের রূপরেখা না দিয়ে সারা দেশে হত্যা, খুন, সংঘর্ষ ও তাণ্ডব চালিয়েছে। এটা বিএনপির চক্রান্ত ও রহস্যের রাজনীতি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়া নিয়ে ইনু বলেন, সরকার নির্বাচনে ভয় পেলে নির্বাচন দিত না। সংবিধান অনুযায়ী যখন যে নির্বাচন করার সময়, তখন সেই নির্বাচন বাংলাদেশে করা হচ্ছে। দুনিয়া উল্টে গেলেও সকল প্রকার নির্বাচন যথাসময়ে হবে। 

এ সময় জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/২১ জানুয়ারি ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়