ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পোপের রেকর্ড বোলিংয়ে সেমিতে অস্ট্রেলিয়া

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোপের রেকর্ড বোলিংয়ে সেমিতে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৩৫ রানের খরচায় একাই ৮ উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার লয়েড পোপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটাই এখন সেরা বোলিং ফিগার। তার এমন রেকর্ড পারফরম্যান্সে আজ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার যুবারা।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টস জিতে আজ আগে ব্যাট করতে নেমে খুব ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৩৩.৩ ওভারে ১২৭ রান তুলতেই অলআউট হয়ে যায় দলটি। তবে পোপের রেকর্ড বোলিং এমন কম পুঁজি নিয়েও জয় পেতে সাহায্য করে অস্ট্রেলিয়াকে। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডানহাতি লেগ স্পিনার পোপের ঘুর্ণিতে পথ হারিয়ে মাত্র ৯৬ রান তুলতেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন অধিনায়ক জেসন সাংহা। ৯১ বল মোকাবিলায় ৫৮ রানের ইনিংসটি খেলেন তিনি। এছাড়া ব্রায়ান্ট ১৬, ইভান্স ১২ এবং ম্যাক সুইনির ১০ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের হয়ে টম ব্যান্টনের ৫৮ রান ছাড়া আরও কেউ বড় কোনো ইনিংস খেলতে না পারায় ৯৬ রানেই থামে ইংল্যান্ডের ইংনিস।

অস্ট্রেলিয়ার হয়ে হাতে ৯.৪ ওভার বোলিং করে ৩৫ রানের খরচায় ৮টি উইকেট নিয়েছেন লয়েড পোপ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়