ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেলিম আজাদের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেলিম আজাদের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : কবি ও ঔপন্যাসিক সেলিম আজাদ চৌধুরীর দুটি বই তেপান্তরের মাঠ পেরিয়ে ও কোন কূলে মোর ভিড়ল তরীর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বোরবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স লাউঞ্জে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, যুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, কবি হেলাল হাফিজ, গীতিকার কে জি মোস্তফা।

কবি ও ঔপন্যাসিক সেলিম আজাদ আজাদ চৌধুরী জানান, তেপান্তরে মাঠ পেরিয়ে একটি ভ্রমণ কাহিনী ও কোন কূলে মোর ভিড়ল তরী উপন্যাস। বই দুটি অন্যান্য বইয়ের তুলনায় ব্যতিক্রম। পাঠক পড়ে নতুন কিছু পাবেন।



রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৮/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়