ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় মাইদুর রহমান রুবেলের তিন বই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় মাইদুর রহমান রুবেলের তিন বই

ডেস্ক রিপোর্ট : অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে সময়ের প্রতিশ্রুতিশীল লেখক মাইদুর রহমান রুবেলের তিনটি বই।

ছোটদের বই ‘দুষ্টু ভূতের কাণ্ড’। বইটি প্রকাশ করেছে ইতি প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন রিদোয়ান শাহেদি। গল্পগুলো হলো-ভূতের কবলে পরী, অদ্ভুত এক বদ ভূত, চশমা, বিজ্ঞানী ভূত, দুষ্টু ক্যাপ্টেন, এই বইটা ভূতের, ফাস্ট বয়, ভূতের পাঠশালা, ভূত দাদু, ভূতের গলির ভূত, দুষ্টু ভূতের কাণ্ড।

বড়দের জন্য প্রকাশিত হয়েছে ছোটগল্প সংকলন ‘কন্যারাশি’। বইটি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন। প্রচ্ছদ করেছেন আক্কাস খান। মানব মনের নানা টানাপোড়েন, দ্বন্দ্ব-সংঘাত, প্রেম-বিরহসহ সমাজ ব্যবস্থার নানা অসঙ্গতি ওঠে এসেছে গল্পগুলোতে।

কিশোরদের জন্য প্রকাশিত হয়েছে সম্পাদিত বই ‘সায়েন্স ফিকশন এক্সক্লুসিভ’। বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন সঞ্জীব রায়। দেশি-বিদেশি, নবীন-প্রবীণ লেখকদের মেলবন্ধন ঘটেছে এই বইটিতে।



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়