ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাংলাদেশে জয়ার ‘বিসর্জন’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে জয়ার ‘বিসর্জন’

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি টলিউডে ‘বিসর্জন’ নামে একটি সিনেমায় অভিনয় করে পুরস্কৃত হয়েছেন। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

সিনেমাটি এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্তাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ।

ইফতেখার উদ্দিন নওশাদ রাইজিংবিডিকে বলেন, ‘‘ওপার বাংলায় প্রশংসিত সিনেমা ‘বির্সজন’ বাংলাদেশে মুক্তি দিতে চাচ্ছি। সাফটা চুক্তির মাধ্যমে এটি বাংলাদেশে মুক্তি দিব। ইতোমধ্যে কাগজপত্র জমা দিয়েছি। খুব শিগগির অনুমতি পাব বলে আশা করছি।’’

গত বছরের ১৪ এপ্রিল কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। মুক্তির এতদিন পর বাংলাদেশে মুক্তি পেলে দর্শক কতটা গ্রহণ করবেন বলে মনে করছেন? জবাবে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘সিনেমাটি ওপারে খুব জনপ্রিয়তা পেয়েছে। মুক্তির পর এপারের দর্শক হয়তো সিনেমাটি ইউটিউবে দেখেছেন। কিন্তু বড় পর্দায় দেখেননি। আশা করছি, বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখবেন।’

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় জয়া অভিনীত ‘বিসর্জন’ সিনেমাটি। শ্রেষ্ঠ বাংলা সিনেমা বিভাগে এ পুরস্কার জিতেছে। এতে জয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। অপেরা মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটির সংগীতায়োজন করেছেন দোহারের কালিকা প্রসাদ।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়