ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীতে ‘অবস্থান কর্মসূচি’ করবে দলটি।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেবেন দলটির নেতা-কর্মীরা। দেশব্যাপী সকল জেলা, মহানগর, থানা ও উপজেলায়ও স্থানীয় সুবিধানুযায়ী এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হবে।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন জিয়ার সাজা এবং কারাগারে বন্দি রাখা সরকারের নির্দেশে সম্পন্ন করা হয়েছে বলেই জনগণ বিশ্বাস করে। রাজনীতির মাঠ সন্ত্রাসী শক্তিতে দখলে নেওয়ার জন্য সরকার যেভাবে মরিয়া হয়ে উঠেছে বেগম জিয়াকে বন্দি করা তারই বহিঃপ্রকাশ।’

দেশব্যাপী বিএনপির ‘শান্তিপূর্ণ’ মানববন্ধনে গ্রেপ্তার ও হামলা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির এই নেতা।

কেন্দ্রীয়ভাবে ঢাকায় এই কর্মসূচি পালনের সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন রিজভী। সারা দেশে এই গ্রেপ্তারের সংখ্যা ৮৫ জন বলে জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়