ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বসন্ত এসে গেছে...

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বসন্ত এসে গেছে...

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ফুলে ফুলে রঙিন পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া গাছ। আম গাছ মুকুলে ছেয়ে গেছে। বাতাসে ভ্রমরের গুঞ্জন। প্রকৃতি জানান দিয়েছে- এসেছে বসন্ত। প্রকৃতির সঙ্গে ফাগুনের প্রথম দিনে উৎসবে মেতে  উঠেছে খুলনার তরুণ-তরুণীরা। 

আজ মঙ্গলবার বসন্ত উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অদম্য বাংলার সামনে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা গেল- ‘বসন্ত বাতাসে..সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে’ ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে...’ - গানের সুর। শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, নগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে বসন্তের নানান গান।

 


ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের আয়োজনে সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। ৮টায় হাজার বছরের বাংলা কবিতা ও গান পরিবেশিত হয়। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ক্যাম্পাসে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা। তরুণীদের পরনে লাল, হলুদ ও বাসন্তি রঙের শাড়ি। মাথায় গোলাপ, বেলি, গাঁদা ফুলের টায়রা, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোপায় লাল টকটকে চন্দ্র মল্লিকা, বেনিতে গোজা গাঁধা, রজনীগন্ধা। 

 


নগরীর পথ-ঘাটে বসন্তের আগমনী বার্তা। বাচ্চা, তরুণ-তরুণী থেকে গৃহিণীরা বসন্তবরণে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। পাঞ্জাবি, ফতুয়া পরা ছেলেরাও যোগ দিয়েছেন বসন্তবরণের বিভিন্ন আয়োজনে।

বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীতশিল্পী সংস্থা খুলনার উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠান হবে বিকেল ৫টা ২৫ মিনিটে শহীদ হাদিস পার্কে।  

 

 

রাইজিংবিডি/খুলনা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়