ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে ৯ এমএলএম ব্যবসায়ী গ্রেপ্তার

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ৯ এমএলএম ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে তাদের শহরের কুয়াডাঙ্গা এলাকার কুটুমবাড়ী কমিউনিটি সেন্টার থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খালিদ হাসান, রাকিবুল ইসলাম, রিফাত হাসান, শরিফুল ইসলাম, শিবলী শেখ, আবু সাইদ, নাজমুল হাসান, লাবলু সরদার ও আজম। এদের সবার বাড়ি খুলনা, নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ওয়ার্ল্ড মিশন-২১ লিমিটেড নামে অবৈধভাবে মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা পরিচালনার দায়ে তাদের পুলিশ আটক করে।

তিনি আরো জানান, তারা ট্রেড লাইসেন্সবিহীন অবৈধভাবে মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসার নামে গোপালগঞ্জ জেলার প্রায় ৩০০ যুবাকে কমিশনের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে প্রায় ৮ লাখ টাকা আদায় করে প্রতারণা করেছেন। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২০ ফেব্রুয়ারি ২০১৮/বাদল সাহা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়