ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জালিয়াতি করে ৪০ কোটি টাকা ঋণ, বাবা-ছেলে গ্রেপ্তার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জালিয়াতি করে ৪০ কোটি টাকা ঋণ, বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর সদরঘাট এলাকার আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম এবং একই প্রতিষ্ঠানের এমডি ও শাহ আলমের ছেলে এস এম পারভেজ আলম। মঙ্গলবার দুপুরে এই দুই ব্যবসায়ীকে আদালতে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন রাইজিংবিডিকে জানান, ২০০৪ সালে শাহ আলম তার তিন ভাইয়ের স্বাক্ষর জাল করে পৈত্রিক ১১২ দশমিক ৯৭ শতাংশ জমি বন্ধক রেখে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা ঋণ নেন।

অভিযোগ পেয়ে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ার পর প্রধান কার্যালয়ের অনুমোদনের প্রেক্ষিতে সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানায় এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়