ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যশোরে ২ কেজি সোনাসহ ভারতীয় আটক

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ২ কেজি সোনাসহ ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশিকালে ২ কেজি সোনাসহ ইসমাইল হোসেন (৩০) নামে এক ভারতীয়কে আটক করেছেন বিজিবির সদস্যরা।

মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী গ্রিন লাইন পরিবহনের (ঢাকা মেট্টো ব ১৪-১১৬৯) যাত্রী ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ব্যাগ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

ইসমাইল হোসেন ভারতের চেন্নাইয়ের মোহাম্মদ শেখের ছেলে।

আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার  নায়েব সুবেদার মিজানুর রহমান মল্লিক বলেন, চেকপোস্টে ইসমাইলের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে চার পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ১৫৬ গ্রাম। এসব সোনার দাম ৯৪ লাখ টাকা।

ইসমাইল হোসেন জানান, ভারতের চেন্নাইয়ের সিপি জুয়েলার্স থেকে সোনা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো তার কাজ। বিমানে করে ইন্দোনেশিয়ায় যায় এসব সোনা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ভারতীয় নাগরিক ইসমাইলকে চার পিস সোনার বারসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



রাইজিংবিডি/যশোর/২০ ফেব্রুয়ারি ২০১৮/বি এম ফারুক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়