ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে তিন ইউপিতে নির্বাচন ২৯ মার্চ

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে তিন ইউপিতে নির্বাচন ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ওই তিন ইউনিয়ন নির্বাচনের তফসিল গত ২০ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী ওই তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ আসনের সদস্য নির্বাচনের জন্য প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ মার্চ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ ও ৫ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৯০৫ ও মহিলা ১৩ হাজার ৮৫৩ জন। ভাওয়াল গড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৩৪৯ এবং মহিলা ২৩ হাজার ৮৭৯ জন। পিরুজালী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬২০ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৮৯ জন ও মহিলা ৭ হাজার ৬৩১ জন।



রাইজিংবিডি/গাজীপুর/২২ ফেব্রুয়ারি ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়