ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা সংকট : নতুন এলো ২৫৩ রোহিঙ্গা

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা সংকট : নতুন এলো ২৫৩ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমারের উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তালিকা হস্তান্তরের পরও শুক্রবার আরও ২৫৩ জন রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে এসেছে।

সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে এসেছে ৭২টি পরিবারের ২৫৩ জন রোহিঙ্গা। তারা উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে নৌকায় করে অনুপ্রবেশের পর রোহিঙ্গারা প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িযোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।




রাইজিংবিডি/কক্সবাজার/২৩ ফেব্রুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়