ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাবেক মেয়র ঝন্টু আর নেই

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবেক মেয়র ঝন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু আর নেই।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার ছেলে হিমন আহমেদ। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

গত ১ ফেব্রুয়ারি দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঝন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথম বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সরফুদ্দিন আহমেদ ঝন্টু ১৯৫২ সালে রংপুর নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম মহিউদ্দিন আহমেদ। তিনি সরকারি চাকুরে ছিলেন। সরফুদ্দিন আহমেদ ঝন্টু ১৯৭১ সালে রংপুর কলেজে বি.কম প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি প্রথমে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি রংপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি রংপুর-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১২ সালে রংপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০১৭ সালের সিটি করপারেশন নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

ঝন্টুর প্রথম নামাজে জানাজা সোমবার সকালে জাতীয় সংসদ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ রংপুরে নিয়ে আসা হবে। এখানে জানাজা শেষে নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।



রাইজিংবিডি/রংপুর/২৫ ফেব্রুয়ারি ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়