ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অবশেষে ২১৫ কর্মচারীর যোগদান শুরু

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে ২১৫ কর্মচারীর যোগদান শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : দীর্ঘ ২৬ মাস ১৩ দিন নানান জটিলতা কাটিয়ে ফের কাজে যোগদান করছেন বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১৫ কর্মচারী।

আজ রোববার হাসপাতালের পরিচালক আব্দুর কাদিরের এক নোটিশের প্রেক্ষিতে তারা কাজে যোগ দিতে শুরু করেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যোগ দিতে হবে।

২০১৬ সালের ১৮ জানুয়ারি মন্ত্রণালয়ের এক আদেশে এ সকল কর্মচারীর নিয়োগপত্রের কার্যকারিতা স্থগিত করা হয়। এরপর উচ্চ আদালতের আদেশে তারা চাকরি ফেরত পেলেন।

কাজে যোগদান করার পর স্টেনোগ্রফার মো. বাবুল হাওলাদার বলেন, হাসপাতালের পরিচালক এবং নিয়োগ বোর্ডের সভাপতির স্বাক্ষরিত নিয়োগপত্র পেয়ে ২০১৫ সালের ১ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে তারা ২১৫ কর্মচারী কাজে যোগ দেন। টানা ৪১ দিন কাজ করার পর তাদের নিয়োগ স্থগিত করা হয়।



রাইজিংবিডি/বরিশাল/২৫ ফেব্রুয়ারি ২০১৮/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়