ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নিতে বিমান মন্ত্রী কাঠমান্ডুতে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নিতে বিমান মন্ত্রী কাঠমান্ডুতে

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল মঙ্গলবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিতে মন্ত্রী সেখানে যান।

বিমানবন্দরে তিনি নেপাল সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের অবস্থা নিয়ে আলোচনা করেন।

এরপর মন্ত্রী নরভিক হাসপাতালে দুর্ঘটনায় চিকিৎসাধীন ইয়াকুব আলীকে দেখতে যান। সন্ধ্যায় তিনি নেপাল সিভিল এভিয়েশনের একটি ব্রিফিংয়ে যোগ দেন।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ৪৯ জন প্রাণ হারিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়