ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই খালেদার জেল’

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই খালেদার জেল’

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই জেলে পাঠানো হয়েছে। কারণ সংবিধান অনুযায়ী কেউ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’

বুধবার বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠক, বিএনপির প্রাক্তন মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি করেছে তা প্রমাণ করতে পারেনি সরকার। দুর্নীতিতে সহযোগিতা করা হয়েছে দাবি করে পেনাল কোড অনুযায়ী তাকে সাজা দেওয়া হয়েছে। কিন্তু সহযোগিতা করা হয়েছে দাবি করলেও তার স্বপক্ষে দাখিল করা কাগজপত্রের কোথাও খালেদা জিয়ার স্বাক্ষর রয়েছে তা প্রমাণ করতে পারেনি সরকার।’

নগরকান্দা উপজেলা, পৌর ও সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত স্মরণসভায় নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মরহুমের কবরে ফুল দিয়ে স্মরণ করেন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



রাইজিংবিডি/ফরিদপুর/২১ মার্চ ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়