ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কোনো দল অংশ না নিলেও যথাসময়ে নির্বাচন হবে’

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোনো দল অংশ না নিলেও যথাসময়ে নির্বাচন হবে’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি কোনো দল অংশগ্রহণ না করে তাহলেও যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন একটা শপথ নিয়ে এসেছে সংবিধান সমুন্নত রাখার। এ আলোকে যে ধরনের ব্যবস্থা সংবিধানে আছে সে ব্যবস্থার অধীনেই আগামী সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আরপিও বা সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত একদিনেই নির্বাচন করা আমাদের দায়িত্ব।

শনিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদে এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনীতিক ও জনপ্রতিনিধি।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৪ মার্চ ২০১৮/শাহরিয়ার সিফাত/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়