ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৪০

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৪০

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি সড়কের নওয়াপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কপপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-১২০৫ বুধহাটার নওয়াপাড়া নামক স্থানে পৌঁছলে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-১২১৩ এর সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। তবে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১১ এপ্রিল ২০১৮/এম. শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়