ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চলে গেছে তিন ছাত্র : ডিবি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলে গেছে তিন ছাত্র : ডিবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক নয়, তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য ডাকা হয়েছিল। তারা চলেও গেছে।

সোমবার বিকেলে আব্দুল বাতেন  রাইজিংবিডিকে বলেন, ‘ছাত্রদের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য ডাকা হয়েছিল। তাদের সেদিনের কিছু ভিডিও ফুটেজও দেখানো হয়েছে। তবে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তিন জনকেই ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগে সোমবার দুপুরের দিকে রাজধানীর চানখারপুল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা একটি সাদা মাইক্রোবাসে তিন ছাত্রকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

আন্দোলনকারী সংগঠনের ওই তিন যুগ্ম আহ্বায়ক হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র নুরুল্লাহ নূর, এমবিএর (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ) ছাত্র রাশেদ খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ফারুক হোসেন।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়