ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দৌলতপুরে তালবাড়িয়া বিলে সংঘর্ষের আশঙ্কা

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৌলতপুরে তালবাড়িয়া বিলে সংঘর্ষের আশঙ্কা

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া বিল নিয়ে দুটি সমিতি মুখোমুখি অবস্থানে। যে কোন সময় রূপ নিতে পারে সংঘর্ষে।

বিলটির দাবিদার তালবাড়িয়া মৎস্যজীবি সমিতি মামলার দীর্ঘ লড়াই শেষে সুপ্রিম কোটের নির্দেশে তাদের বিল ফিরে পেয়েছে। গত সোমবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তালবাড়ীয়া মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যদের কাছে বিলটির দখলদারী বুঝিয়ে দেন এবং আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত করেন।

তবে আশার বাতি যেন জ্বলেও আবারো নিভে গেছে এই প্রান্তিক মৎস্যজীবিদের। তালবাড়িয়া মৎস্যজীবিদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিলটি তার প্রকৃত পাওনাদারদের বুঝিয়ে দিলেও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন বিলে উপস্থিত হয়ে প্রভাবশালীদের নিয়ে মাছ শিকার করছেন। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

তালবাড়িয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি চান্দু জানান, মহামান্য বিজ্ঞ সুপ্রিম কোর্ট রায়ের পর বিলটির দখলদারীত্ব তাদের বুঝিয়ে দেওয়া হলেও প্রভাবশালীদের ‘শাপলা মৎস্যজীবি সমিতি’ টাকা দিয়ে পুলিশকে পক্ষে নিয়ে পুলিশের উপস্থিতিতেই অবৈভাবে মাছ ধরছে। তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার দাবী করেছেন।

এ ব্যাপারে শাপলা মৎস্যজীবি সমিতির সভাপতি আব্দুল বলেন, ‘পুলিশের নির্দেশেই আমরা মাছ ধরছি। এতে আমাদের কিছুই করার নাই।’

ওসি শাহ দারা খাঁন বলেন, ‘আদালত কি নির্দেশ দিয়েছে তা আমরা জানি না। তবে আমরা মাছ ধরার বিলের কাছে নিয়মিত যাই নিরাপত্তার জন্য। সেখানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ মোতায়েন থাকে।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান বলেন, আমরা আদালতের নির্দেশে বিলটি তালবাড়িয়া মৎস্যজীবি সমবায় সমিতির কাছে বুঝিয়ে দিয়ে আসি। তারপরে ওসি কিভাবে মাছ ধরছেন সেটা ওসিই বলতে পারেন।’

 

 

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২১ এপ্রিল ২০১৮/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়