ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গোপালগঞ্জে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কোটালীপাড়ায় ভট্টের বাগান নিশানাথ খোলা সার্বজনীন কালী মন্দিরের জায়গা জোরপূর্বক দখল ও মন্দির কমিটির সদস্যদের জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা পরষিদের সমানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ভট্টের বাগান মন্দির কমিটি এ কর্মসূচী পালন করে।

এক ঘণ্টার এ মানববন্ধনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র দাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি সুভাষ চন্দ্র বালা, ভট্টের বাগান মন্দির কমিটির সহ-সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন আচার্য বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা অবিলম্বে মন্দিরের জায়গা দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




রাইজিংবিডি/২১ এপ্রিল ২০১৮/বাদল সাহা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়