ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পদ্মা বিভাগের সদর দপ্তর হবে ফরিদপুুরে

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা বিভাগের সদর দপ্তর হবে ফরিদপুুরে

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পদ্মা নামে নতুন বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার সদর দপ্তর হবে ফরিদপুরে।

শনিবার সকালে ফরিদপুর শহরের জসিম উদ্দীন হলে সদর উপজেলার ১১ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর কোথাও এ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করার নিয়ম নেই, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই সুযোগ করে দিয়েছে।

এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান, ৩৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯৯ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এ সময় পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আ. রাজ্জাক মোল্লা, ইউএনও প্রভাংশু সোম মহান, নবনির্বাচিত কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।




রাইজিংবিডি/২১ এপ্রিল ২০১৮/মনিরুল ইসলাম টিটো/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়