ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মুন-উনের বৈঠকের প্রশংসা উত্তর কোরিয়ার গণমাধ্যমে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুন-উনের বৈঠকের প্রশংসা উত্তর কোরিয়ার গণমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ের সঙ্গে কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের প্রশংসা করেছে উত্তর কোরিয়ার গণমাধ্যম। এই বৈঠককে নতুন যুগের সূচনার প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ লিখেছে, ‘উত্তর-দক্ষিণের সম্পর্ক উন্নয়ন, কোরীয় উপদ্বীপে শান্তি নিশ্চিত ও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে আলোচনায় উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি উদার ও  অকপট।’

শুক্রবার রাতে উন ও মুন জায়ের নৈশভোজের প্রংশসা করে সংবাদমাধ্যমটি বলেছে, ‘সেখানে রক্তের সম্পর্কের অনুভূতিসহ বন্ধুত্বপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল।’

শুক্রবার দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমের পিস হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠক শেষ এক যৌথ ঘোষণায়, ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে জারি থাকা যুদ্ধবিরতিকে একটি শান্তিচুক্তিতে রূপান্তরের কথা বলা হয়। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ঘোষণা দেওয়া হয় এতে। এছাড়া আঞ্চলিক সামরিক উত্তেজনা কমাতে অস্ত্রের মজুত কমিয়ে আনা এবং যুক্তরাষ্ট্র ও চীনকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা চালানোর কথা বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়