ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় পাসের হার ৮০.৪০ শতাংশ

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় পাসের হার ৮০.৪০ শতাংশ

কুমিল্লা সংবাদদাতা : এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা বোর্ডের শতকরা পাসের হার ৮০.৪০ শতাংশ। কুমিল্লা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এইবার পাসের হার বেড়েছে ২১ দশমিক ৩৯ শতাংশ।

রোববার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে সংবাদ সম্মলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

কুমিল্লায় এবার পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা এগিয়ে। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩ হাজার ৪৮৬ জন। অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৩৭৯ জন।

এ বছর কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮২ হাজার ৭১১ জন জন। এর মধ্যে পাশ করে ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৩৫ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।




রাইজিংবিডি/কুমিল্লা/৬ মে ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়