ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আঙ্কারা। গাজা সীমান্তে ৬০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যার প্রতিবাদে এ পদক্ষেপ নিয়েছে তুরস্ক।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের কড়া সমালোচক হচ্ছে তুরস্ক। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও গাজার সোমবারের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে তুরস্ক ওয়াশিংটন ও তেল আবিব থেকে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তুরস্ক। এছাড়া শুক্রবার ওআইসির জরুরি সভাও আহ্বান করেছে দেশটি।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, ‘আলোচনার জন্য তেল আবিব থেকে আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে এবং কিছুদিনের জন্য নিজের দেশে ইসরায়েলি দূতকে ফেরত যাওয়াটা ভালো হবে।’

সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভকালে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়। এদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে এক হাজার ১ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি।

সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়