ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেসিসি : সংরক্ষিত আসনে আ.লীগ ৭, স্বতন্ত্র ৩

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেসিসি : সংরক্ষিত আসনে আ.লীগ ৭, স্বতন্ত্র ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সংরক্ষিত ১০টি আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাতজন ও স্বতন্ত্র তিনজন।

নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে (১, ২ ও ৩) বর্তমান কাউন্সিলর এবং স্বতন্ত্র প্রার্থী মনিরা আক্তার (বই), ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫ ও ৬) বর্তমান কাউন্সিলর এবং আওয়ামী লীগের সাহিদা বেগম (আনরস), ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮ ও ৯) বর্তমান কাউন্সিলর এবং স্বতন্ত্র প্রার্থী রহিমা আক্তার হেনা (জিপ গাড়ি), ৪ নম্বর ওয়ার্ডে (১১, ১২ ও ১৩) বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের পারভীন আক্তার (চশমা), ৫ নম্বর ওয়ার্ডে (৯, ১৪ ও ১৫) আওয়ামী লীগের মেমরী সুফিয়া রহমান শুনু (আনারস), ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭ ও ১৮) আওয়ামী লীগের প্রার্থী শেখ আমেনা হালিম (বেবী), ৭ নম্বর ওয়ার্ডে (১৯, ২০, ২৫ ও ২৬) বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের প্রার্থী মাহমুদা বেগম (মোবাইলফোন), ৮ নম্বর ওয়ার্ডে (২১, ২২ ও ২৩) আওয়ামী লীগের কনিকা সাহা (চশমা)। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে (২৪, ২৭ ও ২৮) স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান কাউন্সিলর রুমা খাতুন (চশমা), ১০ নম্বর ওয়ার্ডে (২৯, ৩০ ও ৩১) আওয়ামী লীগের প্রার্থী লুৎফুন্নেসা লুৎফা (চশমা) নির্বাচিত হয়েছেন।




রাইজিংবিডি/খুলনা/১৬ মে ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়