ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইংল্যান্ডের দল ঘোষণার দিনে বিশ্বকাপজয়ী উইলসনের মৃত্যু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডের দল ঘোষণার দিনে বিশ্বকাপজয়ী উইলসনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড একবারই বিশ্বকাপ জিতেছে। ১৯৬৬ বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল তারা। সেই দলে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ছিলেন রে উইলসন। ৩১ বছর বয়সে তিনি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলেছেন এবং বিশ্বকাপ জিতেছেন। আজ বুধবার রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এমন দিনে মৃত্যুবরণ করেছেন ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী লেফটব্যাক রে উইলসন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

উইলসন তার ক্লাব ক্যারিয়ারের অধিকাংশ সময়ই কাটিয়ছেন হার্ডার্সফিল্ডের হয়ে খেলে। সেখান থেকে তিনি যোগ দেন এভারটনে। ১৯৬৬ সালে তিনি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি এভারটনকে এফএ কাপের শিরোপাও এনে দিয়েছিলেন।

এভারটন তার মৃত্যুকে শোক প্রকাশ করেছে। এভারটনের সাবেক কোচ জোয়ে রয়লি শোক প্রকাশ করে বলেন, ‘তিনি ছিলেন বিশ্বকাপজয়ী তারকা। তার সময়ে ইংল্যান্ড দলে মাত্র ৪ থেকে ৫ জন বিশ্বমানের খেলোয়াড় ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন উইলসন। তিনি ছিলেন তার সময়ের সেরা খেলোয়াড়। তার সঙ্গে আমি কয়েকটি সংরক্ষিত ম্যাচ খেলেছিলাম। তিনি ছিলেন মায়েস্ত্রো।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়