ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাথে বন্দুকযুদ্ধে আবুল কালাম আজাদ (৪২) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে র‌্যাব-১২ এর এক মাদকবিরোধী অভিযানের সময় দুই পক্ষের গুলি বিনিময়কালে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ খান ঘাটাইল থানার পূর্ব পাকুটিয়ার মৃত আ. রহমান খানের ছেলে। তার বিরুদ্ধে অবৈধ মাদকসংক্রান্ত প্রায় ছয়টি মামলা রয়েছে।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কম্পানি কমান্ডার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫/৬ জন কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন দেওলাবাড়ী গ্রামস্থ সাবেক সোহরাব চেয়ারম্যানের ইটভাটায় মাদক ব্যবসায়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিক্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আবুল কালাম আজাদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১০০ বোতল ফেন্সিডিল, ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এএসআই (এবি) মো. ছামিদুল ইসলাম ও ল্যান্স নায়েক মো. আনিছুর রহমান নামের দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২১ মে ২০১৮/শাহরিয়ার সিফাত/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়