ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে শুভেচ্ছা সফরে কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে শুভেচ্ছা সফরে কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ১০ দিনের শুভেচ্ছা সফরে ভারতের উদ্দেশে যাত্রা করেছে চট্টগ্রাম কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’।

মঙ্গলবার বিকেলে ভারতের চেন্নাই ও বিশাখাপত্তম বন্দরের উদ্দেশে চট্টগ্রাম কোস্ট গার্ডের সিজি বার্থ ত্যাগ করে।

জাহাজ চট্টগ্রামের পোতাশ্রয় ত্যাগের সময় কোস্ট গার্ডের চট্টগ্রাম পূর্ব জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদসহ জাহাজে কর্মরত সব কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত থেকে বিদায় জানান। জাহাজটিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে রয়েছেন কমডোর বশির উদ্দিন আহম্মেদ। জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিক রয়েছেন ‘তাজউদ্দীন’ জাহাজে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৪ জুন চট্টগ্রাম সিজি বার্থ পতেঙ্গায় ফিরে আসার কথা রয়েছে।

কোস্ট গার্ড জানায়, ২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রতিবছর উভয় দেশের কোস্ট গার্ডের জাহাজ দুই দেশে শুভেচ্ছা সফরে আসা-যাওয়া করছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ এপ্রিল ২০১৮/রেজাউল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়